Biography

হুইলচেয়ারের মহাবিশ্ব পর্যটক

ক্রিসমাসের ছুটিতে একুশ বছর বয়সী তরুণটি বাড়ি এল,পরিবারের সবার সাথে ছুটি কাটাবে বলে। কিন্তু ছেলেটার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভাল না। অল্প চলা-ফেরা করলেই হাঁপিয়ে ওঠে। কথা অস্পষ্ট হয়ে যেতে শুরু করেছে। এমন অবস্থা দেখে পরিবারের সদস্যরা চিন্তায় পড়লেন। শেষমেশ তাকে ডাক্তারের কাছে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল। ২১ বছর বয়সে জীবনের সবচাইতে কঠিন সত্যটি জানতে পারলেন। ডাক্তাররা তাকে বললেন তার সম্ভাব্য আয়ু মাত্র আর দুইবছর। কিন্তু ডাক্তারদের সেই ভবিষ্যতবাণী মিথ্যা করে দিয়ে বেঁচে রইলেন আর অনেক কয়বছর। আর বেঁচে থেকে মহাবিশ্ব নিয়ে বিজ্ঞানের সীমানাকে আরও বিস্তৃত করে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে গেলেন।